নিজস্ব প্রতিবেদকঃ

ইমরান হাসান বুলবুল,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে ৭২ বছরের বৃদ্ধ আফাজ উদ্দিনের বয়স্ক ভাতার কার্ড থাকলেও মিলছেনা ভাতার টাকা। ভাতার টাকা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তিনি।
পরিবার সূত্রে জানাযায়, উপজেলার বৈলর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সম্মুখ বইলর নামাপাড়া গ্রামের মৃত হারেজ আলীর ছেলে ৭২ বছর বয়সী বৃদ্ধ আফাজ উদ্দিন। আগে বয়স্ক ভাতার টাকা দিয়ে ভালভাবে চলত তার চিকিৎসার খরচসহ দু বেলা খাওয়ার খরচ । বয়সের ভারে নুয়ে পরা আফাজ উদ্দিন মাটিতে বিছানা পেতে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন। বৃদ্ধ আফাজ উদ্দিনের বয়স্ক ভাতার পুরাতন বইয়ের হিসাবের টাকা তার মোবাইল এ না আসায় উপজেলা সমাজসেবা অফিসে কাগজ জমা দিয়েছেন তার পরিবারের লোকজন। সমাজ সেবা অফিস, ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার পরও বয়স্ক ভাতার টাকার কোন হদিস পাচ্ছেননা তিনি। এখন কয়েক মাস যাবৎ বয়স্ক ভাতার টাকা না পাওয়াই ঔষধ ত দুরের কথা ঠিকমতো দু বেলা খাবার জুটছেনা বৃদ্ধ আফাজ উদ্দিনের।
বৃদ্ধ আফাজ উদ্দিন কান্না জড়িত কন্ঠে বলেন,বয়স্ক ভাতার টাকা পাইনা বাবা ! আমি মরলে কি পাব টাকা। খুব কষ্টে আছি ঔষধ কিনতে পারছিনা টাকার অভাবে। ছেলে মেয়েরা যা কামাই করে তা দিয়ে তাদের ঐ ঠিকমত চলেনা। আমি না খেয়ে মরতেছি।
স্থানীয় প্রতিবেশী জসিম উদ্দিন জানান, বৃদ্ধ আফাজ উদ্দিন বয়সে নুয়ে পড়া টাকার অভাবে মানবেতর জীবন যাপন করছেন। তার স্ত্রী বিগত ৫ মাস আগে সমাজসেবা অফিসে ভাতার বই জমা দেওয়ার পর কোন সুরাহা হয় নাই। তার বৃদ্ধ স্ত্রী মানুষের বাসায় কাজ করে কোন রকম সংসার চলাচ্ছে। চিকিৎসার খরচসহ দু বেলা খাবার নিয়ে অনেক সমস্যায় আছে বৃদ্ধের পরিবার।
বৈলর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান আসাদ জানান, অনেকেই ভাতার টাকা পেলেও বৃদ্ধ আফাজ উদ্দিন গত ১ বছরে বেশী সময় ধরে বয়স্ক ভাতার টাকা পাচ্ছেনা। আমি সমাজসেবা অফিসে যোগাযোগ করেছি। তারপরও কোন সুরাহা হচ্ছে না।
উপজেলা সমাজসেবা অফিসার মাহামুদুল হাসান জানান, আমরা এ ধরনের সমস্যা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। বৃদ্ধ আফাজ উদ্দিনের বয়স্ক ভাতার কার্ড সংগ্রহ করে নিয়ে আসার কথা। তার এম আই এস নাম্বার পরেছে কিনা তা বলা যাচ্ছেনা।দ্রæতই এর সমাধান হবে।
Leave a Reply