[english_date]।[bangla_date]।[bangla_day]

কুলাউড়ায় ট্রেনের বগি উল্টে পানিতে : নিহত- পাঁচ, আহত আড়াই শতাধিক

নিজস্ব প্রতিবেদকঃ
কুলাউড়া-বরমচালে ট্রেন দূর্ঘটনায় দুইটি বগি পানিতে পড়ে যায়।

কুলাউড়া প্রতিনিধি : সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্ত:নগর উপবন এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। রবিবার রাত পৌণে ১২টার দিকে ট্রেনটির দুটি বগি লাইনচ্যূত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়।

এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দুরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান- কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন একটি ব্রিজে হঠাৎ ট্রেনের দুটি বগি লাইনচ্যুৎ হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েক জনের মৃত্যু হয়েছে এবং লাইনচ্যুত বগির যাত্রী ছাড়াও মারাত্মক ঝাকুনিতে অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান ।উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিস ও বিজিবি অংশ নিয়েছে।রেল কতৃপক্ষ জানিয়েছেন,আজ বিকেলের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

জানা গেছে- গত ১৮জুন দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে শাহবাজপুর ব্রীজটি হঠাৎ ক্ষতিগ্রস্থের কারণে ভারী যান চলাচল বন্ধ থাকায় ট্রেনের উপর নির্ভরশীল হয়ে পড়েন ঢাকাগামী যাত্রীরা। ফলে ধারণক্ষমতার চেয়ে প্রচুর বেশী যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *