[english_date]।[bangla_date]।[bangla_day]

উলিপুরে জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

উলিপুরে জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু

নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন।

উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়ন-এর মধুপুর বামনহাট সর্বদলীয় দুর্গা মন্দির এর শুভজন্মা ও মহাভিষেক অনুষ্ঠিত পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব।

আজ ৩০ আগস্ট, ২০২১ (বাসস) : ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে উলিপুরে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে আজ জন্মষ্টমীর র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মন্দিরে পূজার্চনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ পবিত্র উৎসবটি পালিত হচ্ছে।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) রায়েরকাঠী মন্দিরের আয়োজনে আজ ভোর রাতে মঙ্গলারতি, সকালে দর্শনারতি, গুরুপূজা ও শ্রীমদ্ভগবত গীতা পা, বিকেলে জন্মষ্টমী বিষয়ক পাঠ কীর্ত্তন ও আলোচনা, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, ভজন কীর্ত্তন, সন্ধ্যায় সন্ধ্যারতি ও ভজন কীর্ত্তন, রাতে জন্মাষ্টমী বিষয়ে পাঠ কীর্ত্তন ও আলোচনা এবং পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের মহাভিষেক এর অনুষ্ঠান মালা চলছে।

আগামীকাল মঙ্গলারতি, দর্শনারতি, গুরুপূজা, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, জপযজ্ঞ, শ্রীনন্দোৎসব ও শ্রীল এ সি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অভিষেক, ভোগারতি, শ্রীল এ সি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী আলোচনা, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যারতি ও ভজনকীর্ত্তন শ্রীমদ্ভগবত গীতা পাঠ এর আয়োজন করা হয়েছে।

ধর্মমন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে আগামীকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বলে কল্যাণ ট্রাষ্টের পিরোজপুরের সহকারী প্রকল্প পরিচালক প্রিয়াংকা সিকদার বাসসকে জানান।

এছাড়া পিরোজপুর শহরের রাজারহাট, গোবিন্দ মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উদ্যাপন করা হচ্ছে। জেলার সর্বত্রই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে এসব অনুষ্ঠানের কর্মসূচি পালিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *