[english_date]।[bangla_date]।[bangla_day]

অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ বাংলাদেশ: বনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট প্রতিনিধি: বন, পরিবেশ ও জলবায়ূ বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ দিন দিন উন্নত হচ্ছে। কিন্তু এখনো দেশে অনেক অপ্রীতিকর, সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। একটি শ্রেণীর মানুষ দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, এটা খুবই দু:খজনক।

তিনি বলেন, মানুষ ধর্ম না মানলে, মনেপ্রাণে ধর্মকর্ম পালন না করলে সমাজে বা রাষ্ট্রে শান্তি আসবে না। আমরা যদি যার যার ধর্ম মেনে চলি তবে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা থাকবে না। শান্তি প্রতিষ্ঠায় ধর্মের কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কাজলশাহস্থ ইসকন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, মানুষ যদি নিজেবে সংযমী করতে না পারে, নিজের মধ্যে মানবতাবোধ জাগ্রত করতে না পারে- তবে আইন দিয়ে দেশ থেকে অনিয়ম দূর করা যাবে না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার এমন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার চেষ্টা করছেন। আমাদের সবার উচিত এই মন্ত্রে বলিয়ান হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমুর্তি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *