মোঃ রমজান হোসেন নিজস্ব প্রতিবেদক ।
ময়মনসিংহের হালুয়াঘাটে খন্ডকপাড়া গ্রামে মাছ ধরার জাল ফেলে আসার পথে বজ্রপাতে মৃত্যু হয়েছে শামসুল হকের পুত্র নজরুল ইসলামের।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে
জানা যায়, নিহত নজরুল ইসলাম (২৭ আগষ্ট ২০২১) বুধবার রাতে বৃষ্টির পানিতে জাল ফেলে আসার পথে বজ্রপাতের শিকার হন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে নিহত নজরুল ইসলামের লাশের পাশেই চাচার কোলে দেড় বছরের শিশু কন্যা সন্তান, এই ছোট্ট শিশুটি জানেওনা যে, তার বাবা আর কোনদিন ফিরে আসবেনা। শিশুটি হয়তোবা ভাবছে তার বাবা এখন ঘুমিয়ে আছে, চাচার কোলে থেকে এদিক ওদিক তাকাচ্ছিলেন, বাবার কোন সাড়াশব্দ না পেয়ে একসময় মনের অজান্তেই কেঁদে ফেলছেন এই দেড় বছরের কন্যা সন্তান ”নুসাইবা”। নিহতের পিতা শামসুল হক জানান, নজরুল ইসলাম একটি চার বছরের ছেলে সন্তান ও একটি দেড় বছরের কন্যা সন্তান রেখে না ফেরার দেশে চলে গেছেন, অবুঝ শিশু দুটি পিতাকে হারিয়ে
বারবার কান্নায় ভেঙ্গে পড়ছে, বৃহস্পতিবার দুপুর পুলিশের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে নিহত নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
Leave a Reply