লক্ষ্মীপুর প্রতিনিধি।। লক্ষ্মীপুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন নিহত হয়েছেন।
বুধবার (২৩ জানুয়ারি) ভোরে আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর সদরের মান্দারীর যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামসুন নাহার, রুবেল, অমিত ও আটোরিকশাচালক নুরু। তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। বাকি একজন অটোরিকশার চালক।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল্লাহ জানান, চন্দ্রগঞ্জ থেকে অটোরিকশায় করে সদর উপজেলায় যাচ্ছিলেন শাহ আলম ও তার পরিবার। এ সময় রতনপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের বহন করা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজাহান জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply