৫৫ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল এস এম এম সামীউন নবী জানান,মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল সোমবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর এলাকায় টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় এক ব্যাক্তির সন্দেহজনক ঘোরাফেরা দেখে তাকে আটক করতে চাইলে সে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে যায়।
টহল বিজিবি পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে এতে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা জব্দ করে। তবে এখনো পালিয়ে যাওয়া ব্যাক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি।
Leave a Reply