মোহাম্মদপুর থানায় করা মাদক মামলায় মরিয়ম আক্তার মৌকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (২ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানায় মাদক আইনে করা মামলায় মৌকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
রোববার (১ আগস্ট) রাতে মডেল মরিয়ম আক্তার মৌয়ের রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালায় ডিবি পুলিশ। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply