মোঃ রিফাত পাটোয়ারী মতলব দক্ষিন (চাঁদপুর) প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহেমদ বলেছেন, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন ও লালন করে রাজনীতি করতে হবে। আর রাজনীতি করতে হলে লেখাপড়া জানতে হবে। বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটির প্রতিটি অধ্যায় পড়তে হবে, জানতে হবে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা তৃনমূল পর্যায়ে আপনার আমার সবাইকে তুলে ধরার দায়িত্ব রয়েছে। প্রতিহিংসা নয়, রাজনীতিতে প্রতিযোগীতা করতে হবে। প্রতিটি কর্মীকে আপন করে নিতে হবে। তাহলেই লক্ষ্যবস্তুতে পৌছা সম্ভব হবে। তিনি গত ১৬ আগস্ট নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মতলব ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম পাটওয়ারী, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল পাটওয়ারী নিলয়, সাবেক চেয়ারম্যান মরহুম মোশারফ হোসেন তালুকদারের পুত্র মাহাতাব হোসেন কাকন সহ অন্যান্য অতিথিবৃন্দসহ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply