মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধি:
বেনাপোল সীমান্ত থেকে ৬৬৮ বোতল ফেন্সিডিল সহ জাহিদ হাসান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল ১০ টার সময় বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদ বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারোপোতা গ্রামের রফিকুলের ছেলে।
২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযান চালালে দুইজন ফেনসিডিল ব্যবসায়ি পালিয়ে যায়। আর জাহিদ ধরা পড়ে। ফেনসিডিলের বস্তা খুলে তার ভিতর থেকে ৬৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল সহ আসামী জাহিদ হাসানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply