মোঃসাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৩০পিস সোনার বারসহ ইকবল (৩০) ও রনি (২৮) নামের দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ক্যাম্পের সুবেদার লাল মিয়ার নেতৃত্বে বেনাপোল বড় আচড়া টার্মিনাল মোড় থেকে তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত ইকবল বড় আঁচড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং রনি একই গ্রামের আজিজুল মুন্সীর ছেলে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০পিস স্বর্ণ সহ দুই পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ২,১৬,৮৭,৬০০/- (দুই কোটি ষোল লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা। উদ্ধারকৃত স্বর্নের বার ও আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply