বেখবরঃ মোস্তাফা ফিরোজ ঢাকা ———
তাবলিগে সংঘর্ষের এই দৃশ্যটি দেখে আমার বুকটা কেঁপে উঠেছে।
এই শিশুটি আজ তার চোখের সামনে দেখলো একই ধর্মের অনুসারীরা ধর্মীয় কাজ করতে এসে নিজেদের মধ্যে রক্ত ঝরালো।
এই শিশুটি যাদের কাছ থেকে ইসলাম ধর্মের শান্তির মর্ম বাণী শুনবে তারাই হানাহানিতে লিপ্ত হলো।
ভীত সন্ত্রস্ত এই শিশুটি নিজেকে আরো অসহায় ভাবলো।
সে শান্ত্বনা পেলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে। কিন্তু যে শিশুটি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে তার জীবনকে শুদ্ধ রাখবে সেই তাবলীগ সদস্যরা তার পাশে নেই। হায়! আমার প্রিয় নবীব পবিত্র ধর্মের কি অবমাননা!
Leave a Reply