আজিজুর রহমান, কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মফিজুল ইসলাম নাটা (৪৮), শুকুর আলী সরদার (৫০) ও তার ছেলে রবিউল ইসলাম (২৬), পাঁজিয়া গ্রামের সোহরাব গাজী (৭২), তার ছেলে শওকত আলী (৩২), একই গ্রামের মিজানুর রহমান (৩৯), ইউসুফ আলী (৩০), বিমল দেবনাথ (৫১) ও তার স্ত্রী অঞ্জনা দেবনাথ (৪৬), ফতেপুর গ্রামের শাহিনুর রহমান (৩২), পারভিনা বেগম (৩৫), বারুইহাটি গ্রামের পলাশ হোসেন (২৭), ইমান আলী সরদার (৪৫), শাহাবুদ্দিন (৪৪), নাসির উদ্দীন (৪৬), ব্রাহ্মনডাঙ্গা গ্রামের গোলাম সরোয়ার (৫৫), গোলাম ফারুক (৬১), ব্যাসডাংগা গ্রামের হাসানুজ্জামান (৩২) ও ফয়সাল আহম্মেদ রাজুকে (২৭) গ্রেপ্তার করে।
কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply