রণিকা বসু(মাধুরী)বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার দুপুর ১ টায় উপজেলার ২নং কলাতলা ইউনিয়ন আওয়ামীলীগ চর চিংগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার শান্তির মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মিলাদে প্রায় ৬ শতাধিক মানুষ এ দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: তায়জুল ইসলাম, ২নং কলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: মেশকাত আহম্মেদ, কলাতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: নজরুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: হায়দার আলী, ইদ্রিস আলী মোল্লা, আ: রহমান, রিয়াজ খান সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া করেন রহমতপুর দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মাদ উল্লাহ।
Leave a Reply