ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আসন্ন ভারতের জাতীয় সংসদের বাদল অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ করার ডাক দেন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা শ্রী রাহুল গান্ধী। তিনি আজ দিল্লির ক্যাটাইন ক্লাবে বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠকে উপস্থিত হয়। এবং এই বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠকে উপস্থিত ছিলেন মোট চোদ্দোটি দলের সংসদ সদস্য। এর মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস দলের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী ও শ্রী জয়রাম রমেশ ও শ্রী মল্লিকার্জুন খাগরে এবং শশীথারুর। এবং তৃনমূল দলের সংসদ শ্রী মতি মহুয়া মৈত্রী ও শ্রী কল্যাণ ব্যানার্জী এবং সৌগত রার শ্রীমতী কাকলী ঘোষ দস্তিদার ও এন সি পি এবং ইন্ডিয়ান ন্যাশনাল পাটি ও এস এম পি এবং শিবসেনা এবং ডি এম কে ও তেলুগু দেশম এবং আর জে ডি ও ঝাড়খণ্ড মুক্তি মোরচা ও আই ডি এল এফ এবং সি পি আই আম ও সিপিআই এবং আর এস পি সহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা। সবাই মিলে ভারত সরকারের জনবিরোধী কৃষি বিল প্রত্যাহার করার দাবি করবে এবং ইজরায়েল পেগাসাস টেলিফোন এ বিরোধী দলের নেতা ও সংসদ সদস্যদের ফোন এ আড়ি পাতার ঘটনা তুলে ধরবে। এবং সারা ভারতের বিভিন্ন রাজ্যে প্রেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সংসদে সবর হবে। আজ বৈঠকে সব বিরোধী দলের সংসদ সদস্যরা এক যোগে প্রতিবাদ জানাবেন। আজ বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য চা চক্র ছিল ইডলী ও ডোষা চানাচুর বাদাম। এই চা চক্র শেষ করে ভারতের কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে প্রেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রী রাহুল গান্ধী ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী সাইকেল চালিয়ে ভারতের জাতীয় সংসদে যান।।
Leave a Reply