[english_date]।[bangla_date]।[bangla_day]

শাজাহানপুরে জুয়া ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হয়রানির শিকার গ্রামবাসি।

নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট বামনদিঘী পাড়া গ্রামে মাদক ও জুয়া পরিচালনাকারির বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে গ্রামবাসিকে হয়রানির শিকার হতে হচ্ছে। এমন অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই গ্রামবাসির পক্ষে ইমদাদুল হক এবং কামরুজ্জামান নামের দুই ব্যক্তি।

 

সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, ফুলকোট বামনদিঘী পাড়ার মৃত মনছের আলী আকন্দের ছেলে মানিক মিয়া (৩৫) কয়েক বছর যাবত নিজ এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। ইদানিং বিভিন্ন স্থানে ডাবু বসিয়ে জুয়া চালাচ্ছে মানিক। ইতোপূর্বে সে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে। এখনও তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে। মানিকের কারনে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। মানিকের অন্যতম সহযোগি তার ভাগিনা আব্দুল খালেক ওরফে খাল্লাস (২৩)। তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মানিক কতিপয় মাদক সেবিদের নিয়ে একটি বাহিনী গড়ে তুলেছে। এই বাহিনী দিয়ে একের পর এক বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। এসব অপরাধ মূলক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে গত ৫ জুলাই পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে এলাকাবাসি। এতে ক্ষিপ্ত হয়ে অভিযোগকারি গ্রামবাসিকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে মানিক ও তার অনুসারিরা। একপর্যায়ে প্রতিবাদকারীদের হয়রানি করতে গত ১৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী, চুরি, জুয়া, চাঁদাবাজী, ভূমি দখলের মিথ্যা অভিযোগ করেছে। তাই মানিক ও তার সহযোগীদের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করে গ্রামটিতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *