[english_date]।[bangla_date]।[bangla_day]

নারায়ণপুর পপুলার বালিকা উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন ) সকাল ১১টায় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাইনুল ইসলাম টিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ পাটোয়ারী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ পাটোয়ারী বক্তব্যে বলেন, বিদায় বেলা কাঁদতে নেই, হাসতে হবে। বিদায় মানে উচ্চ শিক্ষার সিঁড়িতে উঠা। তোমাদের গত ২ বছর করোনার কারনে লেখাপড়া কিছুটা সমস্যা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির প্রচেষ্টায় মহামারিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এখন আর নকলের যুগ নেই। তাই তোমাদের যা কিছু তোমাদের পরীক্ষার খাতায় লিখবে তা তোমাদের নিজ থেকেই লিখতে হবে। তোমরা শিক্ষকদের সম্মান করবে, আমরা এখনও আমাদের শিক্ষকদের দেখলে পায়ে ধরে সালাম করি। এ বিদ্যালয়ের শিক্ষাথীরা অনেক ভালো। তোমাদের ভালো রেজাল্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে। এ প্রতিষ্ঠানের প্রধানসহ সকল শিক্ষক অনেক মেধাবী ও দক্ষ।

তিনি বলেন, নারী শিক্ষা প্রসারে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম সিরাজুল ইসলাম স্যার এ অঞ্চলে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন। শিক্ষকরা এ প্রতিষ্ঠানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

তিনি আরও বলেন,এ বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন খুবই গুরুত্বপূর্ন ছিল। ভবন সংকটের কারনে তোমরা অনেক কষ্ট করে আগে পড়াশুনা করেছ।আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, ও চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি’র প্রতি। এ প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন পেয়েছি।

প্রধান শিক্ষক শিরীন আক্তার বলেন, আজকের দিনটি পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ন দিন। দীর্ঘদিনের স্মৃতিবিজরিত এ প্রতিষ্ঠান থেকে আজ তোমরা বিদায় নিচ্ছ। প্রতি বছরের ন্যায় আশারাখি এ বছরও তার সুনাম ধরে রাখতে হবে। শিক্ষার্থীরা পরীক্ষা হলে যাওয়ার সময় তদারকির জন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে ক্যাম্পাসে কোন সমস্যা হলে আমাকে তাৎক্ষনিক জানাবে। আমি ব্যবস্থা নিব। তোমরা পরীক্ষায় যেগুলো পারবে, সেগুলো আগে লিখবে। পরীক্ষা শেষে খাতা রিভাইস করবে। আমি চাই তোমরা ভালো রেজাল্ট করবে। এ প্রতিষ্ঠানটিকে মডেল প্রতিষ্ঠানে রুপান্তরিত করবে। যারা মেধাবী তারা কেউই বেকার নেই। মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর যে উন্নয়ন করছে, তা ইতিহাস হয়ে থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোঃ মাসুদ রানা, নারায়ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইকবাল হোসেন, মোঃ মনির হোসেন, জিসান আহমেদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৯ম শ্রেণির শিক্ষার্থী, সামিয়া আক্তার।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হাবীব উল্ল্যাহ ভূইয়া, দৈনিক চাঁদপুর কণ্ঠে মতলব প্রতিনিধি ও প্রভাষক মোঃ আরিফ বিল্লাহ, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন , সহকারী শিক্ষক সুবাস চন্দ্র দাস, মোঃ মিজানুর রহমান, মোঃ ইউসুফ মিয়াজী, দক্ষিণ আধারা মদিনাতুল উলূম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিল্লাত হোসেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আলমগীর পাটোয়ারী, মোঃ আজাদ প্রধান মাসুদ, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল প্রধান হাসিব, কাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজ আহমেদ ,১৪৪নং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান,সহকারী শিক্ষক মোঃ মাসুদ,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনা খাতুন, ফারজানা ইসলাম, অসীম গাইন,মোঃ মেরাজুল ইসলাম, শাহনাজ হাসান, মোঃ রিফাত পাটোয়ারী,মোঃ জিসান আহমেদ, মোঃ রুবেল হাসান প্রমুখ ।

অনুষ্ঠানে শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, নারায়ণপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ইভা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *