নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):
কেশবপুরের চিংড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় হারুনার রশিদ নামে এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলার চিংড়া গ্রামের মোজাম্মেল বিশ্বাসের পূত্র হারুনার রশিদ (৩৪) এর পাটলেঘাটা বাজারে একটি মোটর সাইকেল শো-রুম রয়েছে। মঙ্গলবার শোরুমের কাজ শেষে রাত ১১ টার দিকে হারুনার রশিদ চিংড়া বাজারে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে চিংড়া গ্রামের অহেদুল, হামিদুল, মফিজুল, পলাশ, রনি, লিটন, আফজাল, শাহীন, শহিদ, শিমুল, মামুন, আফদুল্লাহ, ধর্মপুর গ্রামের সাইদ, মজনু, সাইফুলের নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা করে। হামলায় হারুনার রশিদ আহত হয়। এসময় তারা হারুনার রশিদের ব্যাবহৃত মোটরসাইকেলটিও ভেঙ্গে দিয়ে উল্লাশ করতে করতে চলে যায়। আহতাবস্থায় এলাকাবাসি হারুনার রশিদকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
Leave a Reply