[english_date]।[bangla_date]।[bangla_day]

শ্যামনগরে সরকারি বেসরকারী কর্মকর্তাদের সাথে এনসিটিএফ সদস্যদের সংলাপ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সোমবার এনসিটিএফের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে পরিত্রাণের সহযোগীতায় ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডার অর্থায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে সরকারি বেসরকারী কর্মকর্তাদের সাথে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স সদস্যদের মুখোমুখী সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব (ডলি)। বাল্যবিবাহ, প্রজনন স্বাস্থ্য, মাদক, শিশু নির্যাতন ও যৌনহয়রানি, ইটভাটায় শিশু শ্রম ও স্থানীয় রাস্তার সমস্যার বিষয়ে শ্যামনগর এনসিটিএফ শিশু সদস্যরা সেবাদানকারী অর্থাৎ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান বা প্রতিনিধিবৃন্দের কাছে প্রশ্ন উপস্থাপন করেন এবং তা অতিথিবৃন্দ মতামত সহকারে পেশ করেন। সংলাপে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ^াস, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, এনজিও সসমন্বয়কারী গাজী আল ইমরান, উপজেলা প্রেসকাবের সাংবাদিকবৃন্দ, শিক ও অভিভাবকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণ শ্যামনগর এর প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।

ছবি- শ্যামনগরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স সদস্যদের মুখোমুখী সংলাপ অনুষ্ঠানে এনসিটিএফ সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *