নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় লিগ্যাল এইড কমিটির অর্ধ বার্ষিকী সভা ২৯ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা লিগ্যাল এইড কমিটি ও রূপান্তরের যৌথ আয়োজনে এবং ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস এ্যাকটিভিটির অর্থয়ানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির সমন্বয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিনিয়র সহকারি জজ প্রবীর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
এতে বক্তব্য রাখেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ ইব্রাহিম আলী, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আঃ সামাদ গাজী, সরদার নুরুল ইসলাম, ডাঃ সুজিত কুমার বৈদ্য, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, ইউপি সচিব নুর আলম, সুমন রায়, সঞ্জয় কুমার দত্ত, লিগ্যাল এইড কমিটির জেলা প্রকল্প সমন্বয়কারি অনুপ কুমার রায়, কয়রার ফিল্ড অফিসার মোঃ মহিনুর রহমান প্রমুখ।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৯/০৫/২২ ইং।
Leave a Reply