নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাহিদুল ইসলাম নয়ন, মাগুরা।
আজ মাগুরা সদরের ৪ নং বগিয়া ইউনিয়নের আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত হলো ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান।
সভাপতি এ,বি,এম নুরুল হুদা সহকারী শিক্ষা অফিসার মাগুরা সদর।এবং প্রধান অতিথি মীর রওনক হোসেন চেয়ারম্যান ৪ং বগিয়া ইউনিয়ন মাগুরা সদর।
সহকারী শিক্ষা অফিসার এ,বি,এম নুরুল হুদার সভাপতিত্বে ,বিভিন্ন ক্রীড়া প্রদর্শন করেন ৪ং বগিয়া ইউনিয়ন ভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
ক্রীড়া অনুষ্টান শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষুদে শিল্পীদের গান.নৃত্যএবং কবিতা উপস্থিত জনতার মাঝে আনন্দের সূবাতাস দেখতে পাওয়া যায়।
তৃতীয় পর্বে বিজয়ীদের মাঝে তূলে দেওেয়া হয় পুরষ্কার।
সার্বিক সহযোগিতায় ৪ং বগিয়া ইউনিয়নভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Leave a Reply