নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় বিদ্যুৎ তাড়িত হয়ে প্রতিম গাইন (প্যারিস) (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২.৩০ টার দিকে উপজেলার ৬ নং কয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্যারিস কয়রা ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের পুলিন চন্দ্র গাইনের ছোট পুত্র।সে ৩৭ নং গড়িয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
প্রতক্ষদর্শী হাফিজুল ইসলাম জানান, দুপুর ১২.৩০টার দিকে প্যারিসসহ আমরা ৩ জন তাইজুলের দোকানের বারান্দায় বসে ছিলাম এবং রফিক ভাই সামনেই বেঞ্চে বসা ছিল। প্যারিস কখন উঠে তাইজুলের আইসক্রিমের ফ্রিজের পাশে চলে গেছে আমরা খেয়াল করিনাই। হঠাৎ দেখি ফ্রিজের পাশে প্যারিস পড়ে ছটফট করছে। সেসময় তাইজুল দোকানের মধ্যে কাজ করতে ছিল । আমার চিৎকারে তাইজুল তাড়াতাড়ি কারেন্টের লাইন টেনে খুলে ফেলে দেয়। তারপর ফ্রিজ সরিয়ে দিয়ে আমরা ম্যাসেজ করি। অবস্থার বেগতিক দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু ঘোষনা করেন।
তার পিতা পুলিন গাইন বলেন, আমার ছেলে ভিজা
আবস্হায় ১২.৩০ টার দিকে আইসক্রিম
কেনার জন্য তাইজুল ইসলামের দোকানে যেয়ে সে আইসক্রিম রাখা ফ্রিজের কাছে যায়। তারপর কি হলো কিছুই জানিনা। শুনলাম আমার ছেলেকে কারেন্টে ধরেছে। পরে তাকে উদ্ধার করে জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় ৬নং কয়রায় শোকের ছায়া নেমে এসেছে।
কয়রা থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহীম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের মৃত্যুর খবর পেয়ছি। তার পিতা পুলিন গাইনের জবানবন্দী শেষে ময়না তদন্তের জন্য লাশ খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ ঃ- ১৬/০৫/২২ ইং।
Leave a Reply