[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় সূক্ষ্ম সনাতন ধর্মীয় মতুয়া মহোৎসব অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

কয়রায় সূক্ষ্ম সনাতন ধর্মীয় মতুয়া মহোৎসব অনুষ্ঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
খুলনার কয়রায় ২দিন ব্যপী সূক্ষ্ম সনাতন ধর্মীয় মতুয়া মহোৎসব (৯ম বর্ষীয়) ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।

৭মে শনিবার সকাল ১০টায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে কয়রা শ্রী শ্রী সনাতন ধর্ম মন্দির প্রাঙ্গণে ২দিন ব্যপী সূক্ষ্ম সনাতন ধর্মীয় মতুয়া মহোৎসব শুরু হয়ে ৮মে রবিবার দুপুর ৩টায় ধুমকির্ত্তন(ধুলোট) – এর পরে আনন্দ বাজারে মহা প্রসাদ গ্রহণের মাধ্যমে ২দিন ব্যপী মতুয়া মহোৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পূর্ণব্রক্ষ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের মতাদর্শে আদর্শিত হয়ে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে কয়রা উপজেলা সদর মতুয়া মহোৎসব পরিচালনা কমিটির আয়োজনে বাংলাদেশ মতুয়া মহাসংঘ কয়রা উপজেলা শাখার সভাপতি গুরুপাটে আধিষ্ঠান শ্রী হরিদাস সরকারের সভাপতিত্বে ও শিক্ষক বরুন কুমার বৈরাগী এবং বাংলাদেশ মতুয়া মহাসংঘ, কয়রা উপজেলা শাখার সাধারন সম্পাদক, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখার সহসভাপতি ও কয়রা উপজেলা শাখার সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডলের সঞ্চালনায় উক্ত মহোৎসবে পৌরোহিত্য করেন, গোঁসাই বরুণ সরকার।

উক্ত মহোৎসবাঙ্গণ আলোকিত করেন, শ্রীধাম ওড়াকান্দির শ্রীশ্রী গুরুচাঁদ মন্দিরের সেবাইত শ্রী সন্তোষ গোঁসাই। গুরুপাটে অধিষ্ঠান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুরু- গোঁসাইবৃন্দ।

এছাড়া ঐদিন সন্ধ্যার সাথে সাথে ডুমুরিয়া খুলনার লাঙ্গলমোড়া -খাগড়া বুনিয়া মতুয়া সম্প্রদায়, আশাশুনি সাতক্ষীরার নাটানা, হাঁড়িভাঙ্গা ও থালনা মতুয়া সম্প্রদায়, শ্যামনগর সাতক্ষীরার সোনাখালী মতুয়া সম্প্রদায়, পাইকগাছা খুলনার কুমখালী ব্রজনাটু মতুয়া সম্প্রদায়, কয়রা খুলনার কাটাখালী মতুয়া সম্প্রদায়, কয়রা খুলনার বেলেডাঙ্গা শান্তিমাতা মতুয়া সম্প্রদায়, কয়রা খুলনার পাটুলিয়া মতুয়া সম্প্রদায়, কয়রা খুলনার বগা মতুয়া সম্প্রদায়, কয়রা খুলনার বৈরাগীর চক, ঠাকুরের চক মতুয়া সম্প্রদায় ও কয়রা মদিনাবাদ (সদর) মতুয়া সম্প্রদায়ের আগমনে জয় ডাকা, ঝাঁঝ, সিংআ কাঁশির ধ্বনি ও হরিবোল ধ্বনিতে আকাশ-বাতাস প্রকম্পিত করে উৎসবাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

উক্ত অনুষ্ঠানে হরিসঙ্গীত পরিবেশন করেন, দাকোপ খুলনার কামিনীবাশিয়া থেকে আগত সন্তোষ গোঁসাই ও সঞ্জয় গোঁসাই, কয়রা খুলনার বগা থেকে আগত ভূপতি গোঁসাই ও আত্তারাম গোঁসাই, শ্যামা পদ গোঁসাই, সুব্রত গোঁসাই, জিতেন গোঁসাই, বিষ্ণুপদ গোঁসাই, সুকৃতি গোঁসাই, রমেশ সরকার, রত্নেশ্বর রায়, অন্তু রায়সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে হরিকথা আলোচনা করেন, বিশিষ্ট কির্তনীয়া, ভাগবত আলোচক, বহু হরিসঙ্গীত রচয়িতা ও মতুয়া মত প্রচারক গোলকধাম প্রাপ্ত শ্রীধাম ওড়াকান্দির ঠাকুরবাড়ীর ৫ম পুরুষ মতুয়াচার্য শ্রীশ্রী হিমাংশুপতি ঠাকুরের কৃপাধন্য শ্রী হরিদাস সরকার, শ্রী সুকুমার সূর্য, শ্রী প্রদীপ মহলদার, শ্রী আনন্দ মহলদার, মতুয়া মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রী জগদীশ মজুমদার, সাধারন সম্পাদক শ্রী হরিচাঁদ মণ্ডল, কোষাধ্যক্ষ শ্রী সুশংকর সরকার।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কয়রা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কয়রা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কয়রা উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানা, সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মণ্ডল, বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ কয়রা উপজেলা শাখার আহবায়ক শিক্ষক হাবিবউল্লাহ, প্রভাষক প্রদীপ কুমার, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক দীপক মিস্ত্রী, সোনালী ব্যাংকের ব্যাবস্থাপক পলাশ কান্তি, নিহার রঞ্জন রায়, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, ইউপি সদস্য মাসুম বিল্লাহ মাসুম, শিক্ষক পূলকেশ মণ্ডল, ভক্ত প্রবর অরুনোদয় তরফদার, ভোলানাথ রায়, ননী গোপাল মজুমদার, রথীন্দ্র নাথ রায় সহ অসংখ্য হরিভক্ত বৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *