[english_date]।[bangla_date]।[bangla_day]

মতলবে ঈদের দিন ঘুরতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো স্কুল ছাত্রী ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধিঃ

ঈদের দিন নতুন পোষাক পরে হাতে মেহেদী কপালে টিপ সাজুগুজু করে খালাতো বোন, ভাগনি, ভাতিজির সাথে ঘোরতে এসে লাশ হয়ে বাড়ী ফিরলো ফারিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার ২ নং ওয়ার্ডে দগরপুর এলাকায়।

জানাযায় গত ৩ মে ঈদের দিন সাথে অটোরিক্সা যোগে ঘোরতে যায় ফারিয়া,খালাতো (১৫) বোন ফারজানা, (১৫) ভাতিজি ঝর্না (৯) ও ভাগনি ফাতেমা (১৩) তাদের বাড়ী চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপর ইউনিয়নের মনহরখাদী গ্রামে।মৃত নুরুল ইসলামের মেয়ে আমিরাবাজ জিকো উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফারিয়া আক্তার।

মতলব পৌরসভার দগরপুর এলাকায় হটাৎ অটোরিক্সা মোর ঘোরানোর সময় পরে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরতর আহত হয় ফারিয়া ও তার ভগনি ফাতেমা আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করলে পথমধ্যে সে মৃত্যু বরন করে।

এ ঘটনায় রিক্সা চালককে আটক করেছে চাঁদপুর সদর হাসপাতালের পুলিশ। পরে পোস্টমডেন্ট শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন দুর্ঘটনা বিষটি আমি শুনেছি তবে তারা কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *