[english_date]।[bangla_date]।[bangla_day]

ধানকাটা নিয়ে বিপাকে কৃষক ১মন ধানেও মিলছেনা কৃষান।

নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাট মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোঃগালিব খান।

গতবছরের তুলনায় এবছর জেনো ধানের ফলন ভালো।ফলন বেসিহলেয়ো ঘরেতুলতে পারছেনা ধান,জেমন পোকার বৃদ্ধি তেমনই নেই কৃষান।ডেলি ৮০০৳ থেকে ৯০০টাকায়ো মিলছেনা কৃষান মাঠে ধান কপালে হাত কৃষকদের।এদিকে কারেন্ট পোকার কারনে অসহায় হয়ে জাচ্ছে বাকিটা এবর ধারনা করা গেছিলো প্রতি বিগায় ৬০ থেকে ৭০ মোন ধান পাবে বলে আসাকরছিলো কৃষকেরা কিন্তু ভাগ্যের নীর্মম পরিহাস কারেন্ট পোকায় প্রতি রাতেই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে,প্রতি রাতেই ৫ কাটা বা তারবেসি ফশল নষ্ট করেদিচ্ছে,ধান গাছ খেয়ে সুখিয়ে ফেলছে ধান খেয়ে চিটা করছে,তেমনই আবার পাওয়াজাচ্ছেনা কৃসাব,অনেকেই কান্নার জোয়ারে ভাসছে,দু একজন কৃসান পাওয়া গেলেয়ো তাদের দিতেহচ্ছে ডেলি ৮০০৳ থেকে ৯০০টাকা,,অনেকে আবার ১০ কাটা অর্থাত ৩০ শতাংসো জায়গার ধান কাটাচ্ছে ৮হাজার টাকা দিয়ে প্রতি বিগায় ৩০ থেকে ২৫ মোন ধান পাচ্ছে,,এবার জেনো কৃষক মাঠেমারা,অনেকেরই কৃষিথেকে মোনউঠেগেছে।প্রতি বিগায় খরচ হচ্ছে ৩০ থেকে ৩৩ হাজার টাকা,এতোখরচ করেয়ো পাচ্ছে ৩০ থেকে ২৫ মোন ধান,,এদিকে ধানের বাজার কম,বস্তার আঠাশ প্রতি মন বিক্রিহচ্ছে ৮৬০ থেকে ৮৭০ টাকা,,হাইব্রিড প্রতি মন৬০০ থেকে ৬২০টাকা। কৃষকদের দাবি সরকার জেনো তাদের দিকে তাকায় এবং তাদের ক্ষতিপূর্নদেয় তাহলে কিছুটা ক্ষতি কাটিয়ে উটতে পারবে তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *