নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কয়রা উপজেলার শাখার আয়োজনে ও শেখ রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংকের সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. প্রেম কুমার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জি. মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব আ. সামাদ পাড়, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাড. মোশারাফ হোসেন, ছাত্রলীগ নেতা সোহেল রানা সৌরভ প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ, বাংলাদেশ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকারিয়া হুসাইন।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ ঃ- ৩০/০৪/ ২২
Leave a Reply