[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুরে ১৫৬জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান।

নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান,কেশবপুর।
কেশবপুরে ১৫৬ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। উপজেলার সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ে গত সোমবার সমাধান সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্ত্রী রোগ ও গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পে ওই স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
ক্যাম্পে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর ডা. আব্দুস সামাদ ও যশোরের চাচড়া সূর্যের হাসি ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা ডা. সোনিয়া আক্তার রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, জৈষ্ঠ্য শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, সমাধান সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আশরাফুজ্জামান, সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সমাজ উদ্যোগ কর্মকর্তা বিল্লাল হোসেন, সমাধানের কর্মকর্তা রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান প্রমুখ। স্বাস্থ্য ক্যাম্পে ১৫৬ জন গাইনী রোগীকে বিনামূল্যে সেবা পেয়ে খুশি প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *