[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিকরগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিকরগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের কনফারেন্স রুমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (শুধুমাত্র প্রতিবন্ধী/ অটিস্টিক শিক্ষার্থীদের জন্য) ৩টি শ্রেণীতে স্কুল, কলেজ, মাদ্রসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিয়োগিতা পরিচালিত হয়েছে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব বিখ্যাত উপন্যাসিক ও দেশবরেণ্য কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের সহকারী শিক্ষক রোজি মৃধা, উপজেলা মাধ্যমিকের ব্যানবেইস অফিসার তরিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের আগামী ২৪ এপ্রিল রবিবার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *