[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
খুলনার কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমরান হোসেন (১৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পায়রাতলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়রা সদর ইউনিয়নের খেজুরবাগ মসজিদের পাশে দুই গ্রু‌পের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটে। একপর্যায় ইমরানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মূুুমূর্ষ‍ু অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়। স্থানীয়রা ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষ হয়।

নিহতের বোন শাহানারা জানান, তার ভাই ভ্যানচালক। তার ভাইয়ের ভ্যানে কয়েকজন ছেলে খেজুরবাগ মসজিদ মোড়ে যায়। সেখানে তাদের সাথে অন্য একটি পক্ষের সংঘর্ষের ম‌ধ্যে আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে।

কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন বলেন, ঘটনাটি শোনার পরই আমরা ঘটনাস্থানে যাই। সেখান থেকে গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নেয়া হয়। আজ সকালে সে মারা যায়। ঘটনায় জড়িত দুজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে এখোনো কোনো মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *