নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: সারাদেশে করোনা ভাইরাস আবারও দিনদিন বৃদ্ধি পাচ্ছে মর্মে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে মাঝিড়া ইউনিয়নে দ্বিতীয় বারের মত জনগণের মাঝে মাস্ক বিতরন অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মাঝিড়া বন্দরে সর্বস্তরের জনসাধারণের মাঝে এসব ম্যাস্ক বিতরন করেন অত্র ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান। এর আগেও তিনি গত বৃহস্পতিবার জনগণের মূখে মূখে নিজ হাতে মাস্ক পড়িয়ে দিয়েছেন।
মাস্ক বিতরনের সময় উপস্থিত জনগণের সচেতনতায় চেয়ারম্যান নুরুজ্জামান বলেছেন; বগুড়া জেলাকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে সরকারি বিধিনিষেধ কার্যকরে এ উপজেলায় জনসমাগম হয় এমন যেকোন ধরনের অনুষ্ঠান করতে দিচ্ছেন না উপজেলা প্রশাসন। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু করোনা পজিটিভ হয়েছেন। উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনা করে তিনি সকলের নিকট দোয়াও কামনা করেন। পরিশেষে তিনি সকলকে জরুরী প্রয়োজনে ঘর থেকে বাহিরে আসতে হলে স্বাস্থ্যবিধি মেনে মূখে মাস্ক পড়ে বের হওয়ার কথা বলেছেন।
মাস্ক বিতরনীতে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অত্র স্থানীয় এলাকার গণ্যমান্য বৃক্তিবর্গ।
Leave a Reply