[english_date]।[bangla_date]।[bangla_day]

বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী মৃত্যু

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পিতা বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী (৭৫) আর নেই। গত রবিবার রাত ১১ টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি….রাজেউন)।

মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। নবী হোসেন চৌধুরী এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। 

নবী হোসেন চৌধুরীর মৃত্যুতে স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম,জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নবী হোসেনকে দাফন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *