নিজস্ব প্রতিবেদকঃ

মোঃমুক্তাদির হোসেন।
স্টাফ রির্পোটার।
ঐতিহ্যবাহী কালীগঞ্জ আর.আর.এর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ১৩ই জানুয়ারি থেকে ১৫ ই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বাদ আসর হইতে তাফসীরুল কুরআন মাহফিল শুরু।
১ম দিন ১৩ ই জানুয়ারী ২০২২ রোজ বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-
আলহাজ্ব মেহের আফরোজ (চুমকি) এমপি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক।
সভাপতিঃ- এসএম রবিন হোসেন মেয়র কালীগঞ্জ পৌরসভা ও সভাপতি কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ।
উদ্বোধকঃ- মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-
জনাব মোঃ আসসাদিক জামান উপজেলা নির্বাহি কর্মকর্তা কালীগঞ্জ গাজীপুর।
জনাব মোঃ লুৎফর রহমান সাবেক মেয়র কালীগঞ্জ পৌরসভা।
জনাব মোঃ আশরাফুল আলম রিপন কাউন্সিলর ৫ নং ওয়ার্ড ও প্যানেল মেয়র,কালীগঞ্জ পৌরসভা।
জনাব মোঃ বাদল হোসেন ভূঁইয়া কাউন্সিলর ৪ নং ওয়ার্ড কালীগঞ্জ পৌরসভা ও সভাপতি পৌর যুবলীগ।
১ম দিন তাফসীর পেশ করেন কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদঃ-
প্রধান বক্তাঃ- আলহাজ্ব হযরত মাওলানা মোঃ বদরুজ্জামান(রিয়াদ)।মোহাদ্দীস দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ঢাকা।
বিশেষ বক্তাঃ- হযরত মাওলানা মুফতী আব্দুল হালিম আল- হোসাইনি।খতিব,সেকান্দারবাগ জামে মসজিদ, মধ্য বাড্ড,ঢাকা।মুহাদ্দিস দারুল উলুম মাদ্রাসা, মক্কী নগর, কালীগঞ্জ গাজীপুর।
২য় দিন ১৪ ই জানুয়ারী ২০২২ রোজ শুক্রবার প্রধান অতিথি হিসেবে ছিলেনঃ-
জনাব মোঃ ইলিয়াছ মৃধা, ব্যবস্থাপনা পরিচালক,প্রাণ-আর.এফ.এল গ্রুপ, মধ্য বাড্ডা ঢাকা।
সভাপতিঃ- হযরত মাওলানা হাফেজ মোঃ আব্দুল হাফিজ, ইমাম ও খতিব, কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ।
উদ্বোধকঃ-মোহাম্মদ শরীফ হোসেন খাঁন (কনক) অর্থ বিষয়ক সম্পাদক,কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-
জনাব মোঃমাইনুল ইসলাম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, কালীগঞ্জ, গাজীপুর।
জনাব মোঃ জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,কালিগঞ্জ বাজার, গাজীপুর।
মাওলানা মোঃ আবু দাউদ সাবেক ইমাম ও খতিব,কালিগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ।
জনাব মোঃ মইনুল হাসান বিশিষ্ট ব্যবসায়ী, কালিগঞ্জ বাজার, গাজীপুর।
২য় দিনে তাফসীর পেশ করেন প্রখ্যাত মোফাচ্ছিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদঃ-
প্রধান বক্তাঃ-আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী খতিব মসজিদে নূর সেগুনবাগিচা, ঢাকা।
উদীয়মান বক্তাঃ-হাফেজ মাওলানা মুফতী মাহবুবুল হাসান খতিব বায়তুল আতিক জামে মসজিদ, তেজগাঁও,ঢাকা।মুহাদ্দিস জামিয়া আম্বর শাহ আল-ইসলামিয়া মাদ্রাসা কাওরান বাজার।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেনঃ-
হাফেজ ক্বারী মোঃ জহিরুল ইসলাম। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সিনিয়র ক্বারী,ভাষ্যকার,বাংলাদেশ বেতার,সৌদি আরব ইরান,দুবাই,কাতার ও বাংলাদেশ।
হয়রত মাওলানারা বিশেষ মোনাজাত এর মাধ্যমে বহিঃবিশ্বের মুসলমানদের
শান্তি সৌহৃদ বজায় রাখবার, মহামারি করোনা ভাইরাস থেকে আমাদের নিরাপদে থাকার এবং এই এলাকার সকল মৃত কবর বাসিদের জান্নাত কামনা করে দোয়া শেষ করেন।
Leave a Reply