[english_date]।[bangla_date]।[bangla_day]

সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের দাতিনাখালী বাঘের পায়ের ছাপ।

নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির সুন্দরবন কোল ঘেঁষে অবস্থিত দাতিনাখালী গ্রামে মালঞ্চ নদীর চরে সুন্দরবনের বাঘের একাধিক পায়ের ছাপ দেখা গেছে।

স্থানীয় সাংবাদিক আব্দুল হালিম বলেন , ধারাণা করা হচ্ছে সোমবার রাতে সুন্দরবন থেকে বাঘটি নদী পার হয়ে লোকালয়ে চলে আসে । বেশ কিছু সময় ঘোরাঘুরি করে আবার বনে ফিরে চলে যায়। তিনি বলেন মঙ্গলবার সকালে শ্রমিকরা বেড়ী বাঁধের কাজ করতে এসে বাঘের পায়ের ছাপ গুলি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন।

এ বিষয়ে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সাথে ঘটনাস্থলে পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং গ্রামবাসীদেরকে সতর্ক করা হয়েছে।

ছবি- শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামে বাঘের পায়ের ছাপ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *