[english_date]।[bangla_date]।[bangla_day]

আনোয়ারায় সাড়ে ২৩ হাজার শিক্ষার্থী পাচ্ছে ফাইজারের টিকা।

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ আবদুল্লাহ
আনোয়ারা প্রতিনিধি ।

প্রথম ধাপে চট্টগ্রামের আনোয়ারায় ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ২৩ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী পাচ্ছে ফাইজারের টিকা। সোমবার (১০ জানুয়ারি ) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। জন্ম-নিবন্ধনের সনদের মাধ্যমে শিক্ষার্থীরা এই টিকার জন্য নিবন্ধন করে টিকা গ্রহণ করছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনসহ প্রমুখ । টিকা গ্রহণ শেষ শিক্ষার্থী কাউছার জান্নাত তাছমি জানান, আমরা ফাইজারের টিকা পেয়ে অনেক খুশি। প্রথম দিকে ব্যথা লাগবে ভেবে ভয় পেয়েছিলাম, কিন্তু কখন যে টিকা দিয়ে দিয়েছে বুঝতেই পারিনি, টিকা নিতে পরে আমার ভালো লাগছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন জানায়, বিদ্যালয় অনুযায়ী আমার টিকা প্রদানের ব্যবস্থা করেছ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *