[english_date]।[bangla_date]।[bangla_day]

ঠাকুরগাঁওয়ে দিন দুপুরে ছিনতাই।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দিন দুপুরে প্রকাশে মোবাইল সহ টাকা ছিনতাই করেন রশিদ ইসলাম ও তার দল। শুক্রবার(৭জানুয়ারী) দুপুর ১:৩০মিনিটে রুহিয়া থানাধীন মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে। ছিনতাইকারী রশিদ ঘনিবিষ্টপুর মাটিগাড়া গ্রামের এলাকার মৃত আমিরুল মাস্টারের ছেলে। রশিদ জানান, মহিবুল আমার বোনকে সব সময় মোবাইলে বিরক্ত করতো, আজো সকালে কল দেয় পরে আমি আমার বউকে দিয়ে কল করিয়ে আমি তাকে নিয়ে আসি এবং ধরে ফেলি। মহিবুল ইসলাম(১৪) আটোয়ারী মির্জাপুর ধামোরহাট ৩নং ওয়ার্ডের মজিবর রহমানের ছেলে । মহিবুল জানান, দুই থেকে তিন মাস পূর্বে অপরিচিত নাম্বার আমাকে মেসেস পাঠায়, পরে সরাররি সহ ইমুতে কথা হয় এবং আজ আমাকে আসতে বলে। আমি রুহিয়ায় আসতেই তিনজন আমাকে জোড়করে এদিকে নিয়ে আসে আমার দুইটি মোবাইল, একটিটার্জ ও অন‌্যটি বাটামসেট সহ পাকেটে টাকা যা ছিল সব নিয়ে একজন পালিয়ে যায়। দুইজন আমাকে চড় থাপ্পর মেরে অন‌্য রাস্তা ধরিয়ে দেয়। ছেলেটির কান্নায় এলাকাবাসি এগিয়ে আসে একজন ছিনতাইকারী কে আটক করে এবং মোবাইল টাকা সহ উদ্ধার করে দেন। পরে ছিনতাইকারী ও ঘটনাস্থানকারীর ওয়ার্ড ইউপি সদস‌্য সহ স্থানীয় কিছু বেক্তিবর্গ তাদের ছেড়ে দেন। এবং বলেন আর কত এমন ঘটনা ঘটাবে তোমাদের কি মান সম্মান বলে কিছু নেই। এই ব‌্যাপারে ১নং রুহিয়া ইউপি চেয়ারম‌্যান মনিরুল হক বাবু বলেন, ছেলেগুলো ভালো না। তারা এমন ঘটনা আরো ঘটিয়েছে। আমি বর্তমানে একটি জানাজার নামাজে এসেছি, নামাজ শেষ করেই আসতেছি। এলাকাবাসি জানান, যদি এমন বিচার হয় তবে যে কোন এলাকায় ছিনতাই আরো বেড়ে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *