নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ার দক্ষিন মাগুরাঘোনা দারুস সালাম জমিয়া মাদ্রাসায় পড়ুয়া এক কণ্যা শিশু শিক্ষার্থী (১১) শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক ওই মাদ্রাসার লম্পট শিক্ষক সাদেকুর রহমান বিশ্বাস (৪২)কে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার(৬জানুয়ারী) জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার নরনিয়া গ্রামের ফজর আলী সরদারের শিশু কণ্যা(১১) দক্ষিন মাগুরাঘোনা দারুস সালাম জমিয়া মাদ্রাসায় পড়ার সুবাদে মাদ্রাসার বোর্ডিং থাকতো। গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে ওই মাদ্রাসার লম্পট শিক্ষক সাদেকুর রহমান কৌশলে শিশুটিকে অফিস কক্ষে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে।
বিষয়টি কাউকে না জানোর জন্য ধর্ষিতাকে ভয়ভীতি দেয় ওই লম্পট শিক্ষক। কিন্তু মেয়েটির শারিরীক অবস্থা গুরুতর হলে বোর্ডিং অবস্হানরত অন্যান শিক্ষার্থীরা শিশুটির মা’কে খবর দেয়। খবর পেয়ে তার মা মাদ্রাসায় হাজির হয়ে বিস্তারিত জেনে স্হানীয় মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পে অভিযোগ জানালে পুলিশ ধর্ষক শিক্ষককে আটক এবং ভিকটীম শিশুটিকে থানায় নিয়ে আসে।
এঘটনায় ভুক্তভোগী শিশুর মামা নরনিয়া গ্রামের জামাল হোসেন বাদী বুধবার ডুমুরিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওয়েদার রহমান জানান,ভিকটীম কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ধর্ষক শিক্ষক কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে
Leave a Reply