[english_date]।[bangla_date]।[bangla_day]

বৃহত্তর লাকসাম প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

রবিউল হোসাইন সবুজ, স্টাফ রিপোর্টারঃ

বৃহত্তর লাকসাম প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে লাকসাম জংশন রেলওয়ে প্লাটফর্মে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
(১ জানুয়ারি) শনিবার রাত ৯টায় বৃহত্তর লাকসাম প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক জহির আহমেদের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননী, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, জাহাঙ্গীর আলম, মাসুদ পারভেজ রনি
সংগঠনের সহ সভাপতি ফরিদ উদ্দিন জামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক নাইমুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল জিকির, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাহেদুর রহমান, সদস্য আলম, প্রিন্স রুবেল, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে অতিথি বিন্দু বলেন, শীতে বৃদ্ধ-শিশুদের কষ্ট স্বাভাবিকভাবেই বেশি। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তেমন উদ্যোগও চোখে পড়ে না। দাম বেশি হওয়ায় অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয়। সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। শীতার্ত কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতেই প্রতি বছর বৃহত্তর লাকসাম প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করে থাকে। এছাড়া ফোরাম থেকে শিক্ষা বৃত্তি, চিকিৎসা অনুদান, বিবাহ অনুদান দিয়ে থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *