[english_date]।[bangla_date]।[bangla_day]

লেবুখালি টোল প্লাজায় সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য মৃত, আহত ০১ জন।

নিজস্ব প্রতিবেদকঃ

মো আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি ।

অদ্য ১ জানুয়ারি তারিখ, সময়- ১২:৫০ ঘটিকার সময় দুমকি থানাধীন লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার ০২ নং লেনে একটি মটরসাকেলকে চায়না প্রজেক্টের মিকচার গাড়ি চাপা দিলে মটরসাইকেলে থাকা ০২ জন আরোহী মারাত্মক জখম প্রাপ্ত হয়। উক্ত সংবাদ পাইয়া ওসি দুমকি সহ মোবাইল ডিউটিতে থাকা এসআই মোঃ রাজিব হোসেন দ্রুত ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন যে, অদ্য ০১/০২/২০২২ খ্রিঃ, ১২ঃ৫০ ঘটিকার সময় বরিশাল থেকে পটুয়াখালী গামী পটুয়াখালী ল -১১-১৪৪২ মটরসাইকেল থামিয়ে পায়রা সেতুর ২ নং টোল প্লাজায় টোল দেওয়ার সময় টোল প্লাজার উত্তর পাশ থেকে আসা চায়না প্রজেক্টের মিকচার গাড়ি মটরসাইকেল এর পিছনে থেকে চাপা দিলে মটরসাইকেলটি চায়না প্রজেক্টের মিকচার গাড়ীর নিচে চলে যায়। মটরসাইকেলে থাকা মোঃ সাখাওয়াত (৪৫)(পুলিশ সদস্য) ভোলা জেলায় কর্মরত সহ ২ জন আরোহী গুরুতর জখম প্রাপ্ত হয়। এবং তাহাদের দ্রুত এম্বুলেন্সে করে বরিশাল হসপিটালে প্রেরন করা হয়। অন্য আহতদের ঠিকানা পাওয়া যায় নাই। পরবর্তীতে বেলা অনুমান ১৪.৩০ মিঃ সময় ভোলা জেলায় কর্মরত কং মোঃশাখাওয়াত কে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাহাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক গাড়িটি আটক করা হয়েছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *