[english_date]।[bangla_date]।[bangla_day]

নানা প্রতিকূলতা পেরিয়ে দীনা ইসলাম জিপিএ ৫ পেয়ে কৃতকার্য ।

নিজস্ব প্রতিবেদকঃ

শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ ।
নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দীনা ইসলাম (১৭) মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়ে (২০১৯-২০)শিক্ষাবর্ষে কৃতিত্বের সাথে কৃতকার্য হয়েছেন।সে নেত্রকোণা সদরের ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের দিগলা গ্রামের মরহুম এস এম দিদারুল ইসলামএবং মোসাঃ নাজমা আক্তারএর প্রথমা কন্যা সন্তান।দীনা ইসলাম ৫ম শ্রেনীতেও জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়েছিলও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল।কিছুদিন পূর্বে তার বাবা হঠাৎ মৃত্যুবরণ করেন। এতে দীনা ইসলামএর পড়াশুনার ব্যয়ভার বহন করা কঠিন হয়ে যায়।৪ সন্তান নিয়ে দীনা ইসলাম এর মাতা কষ্টকর জীবন যাপন করছেন।এহেন কঠিন সমস্যায়ও দীনা ইসলাম পিছপা হয়নি। ছাত্র পড়িয়ে , শিক্ষকদের সহায়তায় /উৎসাহে সে পড়াশুনায় মনোযোগী হয়ে আজ তার এ সফলতা।
দীনা ইসলাম এর জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চাওয়া হলে সে জানায় -আলোকিত মানুষ হওয়াই তার জীবনের লক্ষ্য।সু -শিক্ষা অর্জনই তার মূল লক্ষ্য।সে সকলের নিকট দোয়া কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *