[english_date]।[bangla_date]।[bangla_day]

লাগসই শীর্ষক সেমিনার ও পদর্শনী সভা অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

মহাসিন মিয়া, দীঘিনালা ।

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও পদর্শনী সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা রির্সোস সেন্টারের ইন্সপেক্টর মাইন উদ্দিন’র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ সনজিদা মুস্তাফী (প্রিন্সিপাল অব সায়েন্টিফিক অফিসার, বিসিএসআই ঢাকা) বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ডঃ মোহাম্মদ সেলিম রেজা (উপ-সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়-ঢাকা)। আরও উপস্থিত ছিলেন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম পেয়ার আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমূখ।

এসময় বক্তারা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও পদর্শনী বিষয়ে গঠন মূলক বক্তব্য প্রদান করেন। এবং সেমিনারের অংশ হিসেবে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *