নিজস্ব প্রতিবেদকঃ

ইউসুফ মুন্সী,স্টাফ রিপোর্টারঃ
ফেনীর সোনাগাজীতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে শতাধিক সীল দেয়া কুড়িয়ে পাওয়া ব্যালট পেপার আনতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছেন মো. মামুন নামে এক আনসার সদস্য। সে ওই কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত ছিল। এদিকে ভোট চুরির অভিযোগ তুলে সুষ্ঠু বিচার দাবি করে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার সামনে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এসময় ভোট চোর ভোট চোর স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তাদের দাবি ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসা কেন্দ্রে ঘোষিত ফলাফলের সাথে বিভিন্ন প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাবেও ছিল গরমিল। ৩নং ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে রাতেই রিটার্নিং অফিসার তুর্য সাহার নিকট ফলাফল স্থগিত ও ভোট পূণঃগণনার জন্য লিখিত আবেদন করেন। সোমবার সকালে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসা কেন্দ্রের মূল ভবনের সামনে শতাধিক সীল দেয়া ব্যালট পেপারের সন্ধান পান এলাকাবাসী। ব্যালট পেপারগুলো দেখতে পেয়ে রিটার্নিং অফিসার তুর্য সাহাকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি নির্বাচনের সময় দায়ীত্ব অবহেলার কারণে এমনা ঘটেছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বিকাল সাড়ে চারটার দিকে ওই ভোট কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্য (অগ্রণী ব্যাংকে কর্মরত আনসার) কুড়িয়ে পাওয়া সীলযুক্ত ব্যালটগুলো আনতে ওই কেন্দ্রে যান। এসময় উত্তেজিত স্থানীয় জনতা তাকে আটক করে ভোট চোর আখ্যা দিয়ে গণপিটুনি দেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নির্বাচনে পরাজিত প্রার্থীরা জড়ো হতে থাকেন। ভোটের ফলাফল স্থগিত করে পূণঃনির্বাচনের দাবীতে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। এতে পুরো সড়কে যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছে। এসময় আ.লীগের বিদ্রোহী ও পরাজিত প্রার্থী শামছুল আরেফিন, মেম্বার প্রার্থী এমানুল হক শিপন, নিজাম উদ্দিন, মঞ্জুরাণী দেবী, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম আকাশ ও মোশারফ হোসেন সহ সহস্রাধিক লোকজন উপস্থিত থেকে সড়ক অবরোধ করেন।
গণপিটুনির শিকার আনসার সদস্য মো. মামুন জানান, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা তাজুল ইসলাম ওই ভোট কেন্দ্রে সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তড়িঘড়ি করে ভোট কেন্দ্র ত্যাগের সময় খামের ভিতরে থাকা সীলযুক্ত ব্যালট গাড়ি থেকে পড়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর তাকে ব্যালটগুলো আনতে ভোট কেন্দ্রে পাঠান। এ বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম সাংবাদিক পরিচয় পেয়ে মুঠো ফোনের লাইন কেটে দেন। এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার তুর্য সাহা বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply