নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সোহাগ আরেফিন( নাটোর) প্রতিনিধি ।
নাটোরের গুরুদাসপুরে প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড একাডেমিক কেয়ারের প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় একাডেমিক কেয়ারের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২২০ জনের অধিক ছাত্র-ছাত্রীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ২ টি সেকশনের ১ম, ২য় ও ৩য় হওয়া মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড একাডেমী কেয়ারের সভাপতি মোঃ জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌরসভার মেয়র ও গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আনিসুর রহমান, গুরুদাসপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল বারী, ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ সোহেল আহমেদ সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড একাডেমিক কেয়ারের পরিচালক মোঃ রাশেদুল ইসলাম রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নীতি, নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে হবে। শুধু বই পড়লাম, ভালো রেজাল্ট করলাম আর কিছু জানলাম না, দুনিয়ার খবর রাখলাম না-এটা কিন্তু শিক্ষা না। শিক্ষার্থীদের সব বিষয়ে জানার আগ্রহ থাকতে হবে। গল্প বলা, ইতিহাস জানা, বিতর্ক, খেলাধুলায় ভালো করতে হবে। অল স্কয়ার হতে হবে। সেই সাথে নীতি, নৈতিকতা, মূল্যবোধ ও মানুষের মতো মানুষ হতে হবে। সদা সত্য কথা বলতে হবে। মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশাত্মবোধ নিয়ে বেড়ে উঠতে হবে।কোভিট- ১৯ কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা শিক্ষা থেকে একটু বিরত হলেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় শিক্ষার্থীদের কোভিট ১৯ ভ্যাকসিনের আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ায় এখন শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই আনন্দের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।
প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড একাডেমিক কেয়ারের পরিচালক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা ভালো রেজাল্ট করেছো তাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। সেই সাথে সবার জন্য শুভ কামনা রইলো। যারা ভালো করতে পারো নাই, তারা মন খারাপ করবে না। মন দিয়ে পড়াশোনা করবে এবং আগামীতে আরও ভালো করার চেষ্টা করতে হবে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply