[english_date]।[bangla_date]।[bangla_day]

বগুড়া জেলা শেরপুর কুসুম্বী ইউনিয়নের তাঁতড়া গ্রামে সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে গাছ কর্তন।

নিজস্ব প্রতিবেদকঃ

শেরপুর বগুড়া ,মোঃ মাসুদ ফারুক বাবলু বিশেষ প্রতিনিধি ।

বগুড়া জেলা শেরপুর উপজেলায় কুসুম্বী ইউনিয়ন লহ্মীকোলার তাঁতড়া বোয়াল পুকুরিয়া নামক স্থানে সরকারী খাস জমি থেকে অবৈধ ভাবে ১০ থেকে ১২ টি আনুমানিক মুল্য প্রায় ১ লহ্ম টাকার ইউকিলেকটার্স গাছ কর্তন করা হয়েছে বলে জানা গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়,বগুড়া শেরপুর উপজেলায় কুসুম্বী ইউনিয়নের লহ্মীকোলা গ্রামের তাঁতড়া বোয়াল পুকুরিয়া নামক স্থানে সরকারি আইনকে অবমাননা করে সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে ১০ থেকে ১২ টি ইউকিলেকটার্স গাছ কর্তন করেছে বেলঘরিয়া বাজারের বিকাশের দোকানদার জামুর গ্রামের মোঃআতাউর রহমান, পিতা- মৃত্যু আলাউদ্দিন। ও মোঃ মিন্টু পিতা ঃ মৃত ঃ সৈয়দ আলী

তাঁতড়া বোয়ালপুকুর নামক স্থানের এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, এখানে প্রায় ৮২ শতাংশ সরকারি খাস জমি আছে এবং এই জমির উপর মোঃ আতাউর রহমান এর বাবা মৃত্যু আলাউদ্দিন বসবাস করতেন,তিনি কয়েক মাস আগে মারা গেছেন,এই সুযোগে কাউকে কিছু না বলে এই গাছ গুলো কর্তন করে বিক্রি করে দিচ্ছেন মোঃ মিন্টুর নিকট তারই প্রলোভনে পড়ে। ,আমারা এই আতাউর কে চিনি না,এবং তার বাবা মৃত্যু আলাউদ্দিন খুব গরিব মানুষ ছিলেন তার ছেলেরা তাকে ভাত কাপড় না দেওয়ার কারনে তিনি এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেন বলে জানিয়েছেন।

বিষয়টি নিয়ে,কুমুম্বী ইউনিয়নের সচিব মোঃ নজরুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি শুনে সঙ্গে সঙ্গে আমি সেখানে গিয়ে গাছ গুলো ইউনিয়ন পরিষদ এর হেফাজতে রেখে দিয়েছি,এবং নায়েব সাহেব কে বলা হয়েছে,তিনি সরজমিনে গিয়ে সরকারি জায়গা মেপে বেরকরে যদি এই গাছ গুলো সরকারি জায়গার ভিতরে থেকে কেটে থাকে তাহলে এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্তা গ্রহণ করা হবে। বলে তিনি জানিয়েছেন। এবং ইতিমধ্যে বিষয় টি উর্ধতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *