নিজস্ব প্রতিবেদকঃ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
চট্টগ্রাম মিরসরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে জোরালগঞ্জ স্কুল মাঠে মেলার আয়োজন করা হয়। বুধবার (২২ শে ডিসেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে উক্ত মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মেলা কমিটির প্রধান সমন্বয়ক নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা উপজেলায় কমান্ডার জনাব কবির আহমদ , উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া সহ মীরসরাই উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতাবৃন্দ।
উক্ত বিজয় মেলা ১০দিন ব্যাপী হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলায় রয়েছে বাহারি রঙের স্ট্রল। প্রত্যেক দিন বিকাল দুইটা থেকে রাত দশটা অবধি মেলায় সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এসময় মেলায় প্রধান অতিথি আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য মেলার এই অনুষ্ঠান একটি ভূমিকা রাখবে বলে আশা করি। মেলার আয়োজন কমিটি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই ।
Leave a Reply