নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে যিশু খ্রিষ্ঠের জন্মদিন উপলক্ষে প্রস্তুতি মুলক প্রাক বড়দিন পালিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের খালিপপুর ক্যাথলিক চার্চ মাঠে বে-সরকারী সংস্থা ল্যাম্ব হেলথ এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে প্রাক-বড় দিনের কেক কাটেন উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) মো. কামরুজ্জামান সরকার।
পরে যিশু খ্রিষ্ঠের জীবিনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সফিউল আলম,নবাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফায়েল হোসেন ,প্যারিস্ট ফাদার সুধীর দাশ, মি, লিটন দাশ, ল্যাম্বের প্রজেক্ট ম্যানেজার উৎপল মিন্জ, কো:অর্ডিনেটর মোস্তফা, প্রজেক্ট কর্মকর্তা যোনা বর্মন, গাব্রিয়েল কিস্কু, ফাইন্যান্স কো অর্ডিনেটর মার্কাস বিপ্লব বিশ্বাস ও উপজেলার ল্যাম্বের সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply