[english_date]।[bangla_date]।[bangla_day]

মানিকছড়িতে বৃদ্ধের লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গরমছড়ি এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক মো.আক্কাছ আলী ও শংকর মজুমদার জানান, মানিকছড়ির গরম ছড়ি ব্র্যাক চা বাগানে সন্ধ্যার পর এক বয়োবৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
সূত্র জানায়,মৃত ব্যক্তির নাম লোকমান হোসেন(৬২)।তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু নতুন বাজার এলাকার বাসিন্দা।সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী।
ঘটনাস্থল মানিকছড়ি থানা এলাকায় হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে রাত পৌনে ১০টায় থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম লাশ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *