নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মামুনুর রশিদ।
স্বাধীনতার সূর্বনজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার আসন্ন ৭নং মুকসুদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী প্রত্যাশী আব্দুস সালাম মোল্লা। বৃহস্পতিবার প্রথম প্রহরে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে কেন্দ্রী শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। আব্দুস সালাম মোল্লা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবগাঁথার দিন মহান বিজয় দিবস। বাঙালির জাতির নিজস্ব এক জাতিসত্ত্বার দিন। ১৬ ডিসেম্বর এদিনে মহান বিজয় সূচিত হয়েছিল। বিশ্বের মানচিত্রে উদয় ঘটে একটি বাংলাদেশ। আব্দুস সালাম মোল্লা আরো বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এই স্বাধীনতা। দীর্ঘ নয়মাস আন্দোলন ও সংগ্রাম শেষে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহ্বানে এবং নেতৃত্বে দীর্ঘ নয় মাস শেষে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যাঁর আপোষহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করা সেই বীর শহীদদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
Leave a Reply