নিজস্ব প্রতিবেদকঃ

ফারুক আহমদ,স্টাফ রিপোর্টার।
মহান বিজয় দিবসে সিলেটের ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’-এ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক।
কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক দেলোয়ার হোসেন ও শিক্ষার্থী লায়েক আহমদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্ল্যাহ ডিগ্রি কলেজের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আশরাফ আলী কয়েছ।
বক্তব্য রাখেন কলেজের প্রভাষক সুভ্রা রাণী তালুকদার, ইলিয়াসুর রহমান, আব্দুর রশিদ।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী জাহেদ আহমদ ও গীতাপাঠ করেন মিনতি রাণী দাশ।
এসময় কলেজের প্রভাষণ আব্দুল মোনিম, খয়ের আহমদ মোস্তফা কামাল, ফাহিমা বেগম শাম্মী, আব্দুস ছালাম প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply