[english_date]।[bangla_date]।[bangla_day]

মধুপুরে শহীদ পীরেন স্নাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী গারোদের অধিকার আদায়ের আন্দোলনে নিহত আদিবাসী নেতা পীরেন স্নালের স্মরণে ‘পীরেন স্নাল ফুটবল’ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জয়নাগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন পীরেন স্নালের বাবা নেজেন্দ্র নকরেক। আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন (আজিয়া) আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আজিয়ার সভাপতি মিঠুন হাগিদক, মহাসচিব শ্যামল মানখিন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের মহাসচিব হেরিদ মাংসাং, সমাজসেবক শহিদুল ইসলাম শাহ ফকির, বাগাছাস নেতা বিজয় হাজং, হিমালয় চিরান, জুয়েল চাম্বুগংসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পীরেন স্নাল ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ধরাটি একাদশ ভুটিয়া একাদশকে ৫-০ গোলে পরাজিত করে জয়লাভ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *