নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে মুজিব শত বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে,মরহুম বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী তালুকদারের স্মরণে এক মিনিট নিরবতা ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মধ্য দিয়ে এ সভার কার্যক্রম শুরু হয়।
এ সময় উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, সহকারী কমিশনার (ভ’মি) মো. কামরুজ্জামান সরকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply